• ঢাকা
  • শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২ জুলাই, ২০২৪
সর্বশেষ আপডেট : ১২ জুলাই, ২০২৪
Designed by Nagorikit.com

কুমিল্লা নগরীতে ডিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা জব্দ, গ্রেফতার ৪

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

 

 

রুবেল মজুমদার||
কুমিল্লা নগরীর ভাটপাড়া এলাকা হতে ৫৫ কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার খারেরা গ্রামের আবদুল আলীর ছেলে মোঃ জহির (৩৫), একই এলাকার জিতেন্দ্র চন্দ্র শীলের ছেলে রনজিৎ চন্দ্র শীল (২৫), লোহাইমুড়ি গ্রামের মোঃ ফয়সাল (২২), একই গ্রামের ইমাম হোসেনের ছেলে আহসানুল হক (২৩)।

শুক্রবার (১২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ রাজেশ বড়ুয়া।

ওসি রাজেশ জানান, বৃহস্পতিবার রাতে ভাটপাড়া এলাকায় গোয়েন্দা পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালায়। এসময় চেকপোস্টে ডিউটি চলাকালীন একটি অটোরিক্সা থেকে তল্লাশী করে ৫৫ কেজি গাঁজা জব্দ করি। পরে, অটোরিক্সায় থাকা ৪ জন মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয় ও অটোরিক্সাটিও জব্দ করা হয়। এই ঘটনায় কুমিল্লা কোতয়ালী থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

 

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর