রুবেল মজুমদার
কুমিল্লা নগরীর নূরপুর এলাকায় গোলাম রাফি সারোয়ার (৩৫) নামে এক মোবাইল ব্যবয়াসীকে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহান সরকার।
নিহত সরোয়ার নগরীর নূরপুর এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে (৩০)।
স্থানীয় সূত্র জানদ খুন হওয়া গোলাম রাফি সারোয়ারের ভাই গোলাম রাব্বি সারোয়ার জানান, আমার ভাইকে ঘরের ভিতরে মাইরা পালাইছে। কেমনে কি হইলো তা আমরা জানিনা।
গতকাল আমার মা বাড়ির বাইরে আমার আত্মীয়ের বাড়িতে গেছে। আজকে দুপুরে আমি যখন বাড়ি আসি তখন দেখি ঘরের দরজা খোলা। কিন্তু আমার ভাইয়ের ঘরের দরজায় তালা মারা ছিল। পরে আমি ভাবছি আমার ভাই ভুলে ঘরের তালা খুলে গেছে। তারপর আমি ঘরের তালা লাগিয়ে চলে যাই। কিন্তু সন্ধ্যায় আমার চাচাতো বোন রাণী আমাকে কল দিয়ে বলে ভাইয়ের রক্তাক্ত লাশ পড়ে আছে।ঘটনাস্থলে এসে দেখি ভাইয়ের লাশ।
খুন হওয়া রাফির জেঠাতো ভাই সাকিব জানান, জেঠি আম্মা ঘরে ঢুকে রাফি ভাইয়ের লাশ দেখে আমাকে কল দেয় পরে আমি এসে রাণী আপাকে বলি এবং ভাইদের কল দিতে বলি।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহান সরকার বলেন, ঘটনাস্থলে আছি। আমরা প্রাথমিক তদন্ত করে লাশ কুমিল্লা মেডিক্যালের মর্গে পাঠাবো।
আপনার মতামত লিখুন :