ষ্টাফ রিপোর্টার।।
কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা রিপোর্টার্স ইউনিটি। কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৪ ফেব্রুয়ারী কুমিল্লা রিপোর্টার্স ইউনিটি বনাম কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের নকআউট খেলায় বিজয়ী হয়ে ফাইনালে জায়গা করে নেয় রিপোর্টার্স ইউনিটি।
অপরদিকে কুমিল্লা ফটো সাংবাদিক ফোরাম বনাম কুমিল্লা ইয়ুথ জার্নালিষ্ট এসোসিয়েশনের খেলায় ফটোসাংবাদিক ফোরাম বিজয়ী হয়ে ফাইনালে মুখোমুখি হয় রিপোর্টার্স ইউনিটির। ৫ ফেব্রুয়ারী শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফাইনালে ফটো সাংবাদিক ফোরামের সঙ্গে ১৯৫ রানের টার্গেটে ব্যাটিং করে ২ ওভার হাতে রেখেই শিরোপা জয় করে কুমিল্লা রিপোর্টার্স ইউনিটি। কুমিল্লা জেলাপ্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কাবিরুল ইসলাম খান চ্যাম্পিয়ন ট্রফি হাতে তুলে দেন বিজয়ী দলের হাতে।
কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ সাইফ উদ্দিন রনী টিম ম্যানেজার, সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসাইন টিমের অধিনায়ক ও সাংগঠনিক সম্পাদক সুমন কবির ভূইয়া সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছে।
কুমিল্লাজার্নাল/জাহিদ
আপনার মতামত লিখুন :