• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯ মার্চ, ২০২৩
সর্বশেষ আপডেট : ৯ মার্চ, ২০২৩
Designed by Nagorikit.com

কুমিল্লা স্টেডিয়ামে জাতীয় স্কুল ক্রিকেট উদ্বোধন

কুমিল্লা জার্নাল

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ষ্টেডিয়ামে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টের উদ্ধোধন করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে খেলায় ৮টি স্কুল অংশ নিচ্ছে। উদ্ধোধনী খেলায় বৃহস্পতিবার কুমিল্লা হাই স্কুল ও শিক্ষা বোর্ড মডেল স্কুল অংশ গ্রহন করে।
বৃহস্পতিবার সকালে টুর্ণামেন্টর কুমিল্লা ভেন্যুর উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ শামীম আলম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, প্রাইম ব্যাংকের এসিষ্ট্যান্ড ভাইস প্রসিডেন্ট মোঃ মাহবুব মোর্শেদ। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক খায়রুল আলাম সোহাগ, যুগ্ম-সম্পাদক বাদল খন্দকার, সদস্য সরকার মাহমুদ জাবেদ, দেলোয়ার হোসেন জাকির প্রমুখ।

 

কুজা/জাহিদ

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর