ডেস্ক রিপোর্টার
চলে গেলেন উপমহাদেশের আরেক প্রখ্যাত সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ি। সঙ্গীত জগতে আরও এক নক্ষত্রের পতন হলো। মুম্বাইয়ের একটি হাসপাতালে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
বাপ্পি লাহিড়ি মানেই অনুরাগীদের কাছে আদ্যোপান্ত সোনায় মোড়ানো এক মানুষ। পুরুষরাও যে সোনার গয়নায় সাজতে পারেন, ভারতীয় তারকাদের মধ্যে সেই ট্রেন্ড সম্ভবত তিনিই শুরু করেছিলেন। তিনিই ছিলেন বলিউডের ‘গোল্ড ম্যান’। গলায় একাধিক সোনার মোটা হার, দু’হাতের দশ আঙুলেই সোনার আংটি। হাতেও সোনার ব্রেসলেট পরতেন তিনি।
কিংবদন্তি এই শিল্পীকে প্রশ্ন করা হয়েছিল কেন এত সোনার গয়না পরেন? এই প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ‘যখন থেকে সোনার গয়না পরা শুরু করেছি, আমার একের পর এক গান হিট করা শুরু করেছে। সোনা আসলে আমার জন্য সৌভাগ্যের প্রতীক। তাই এত সোনার গয়না কিনি আর পরি।’
শুনলে অবাক হবেন যে, শুধু সোনার গয়না নয়, স্বর্ণের প্রতি ভালোবাসায় তিনি পুরোদস্তুর সোনার কাপ-প্লেটের একটি সেটই কিনে ফেলেছিলেন। সোনার কাপ-প্লেট তো রাজা-মহারাজরাদের আমলে হত! এই যুগেও এমন শখও কেউ রাখেন? বাপ্পি লাহিড়িকে সেই প্রসঙ্গে জিজ্ঞেস করতেই তিনি বলেছিলেন, ‘বহুদিনের ইচ্ছে ছিল সোনার কাপ-প্লেটে চা খাব। এ বার সে শখ পূরণ হল।’
আপনার মতামত লিখুন :