স্টাফ রিপোর্টার||
কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের অরণ্যপুর গ্রাম সংলগ্ন গোমতি নদী থেকে বালু উত্তোলনকারীদের ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ শনিবার (৫ আগষ্ট) জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদালত এই জরিমানা করে।
বিষয়টি নিশ্চিত করেছেন, আদর্শ সদর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), মো. মেহেদী হাসান।
জানা যায়, বেশ কিছুদিন ধরে গোমতি নদীর এই অংশে বালু উত্তোলন করে আসছিলো একটি চক্র। জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ অভিযানে বালু উত্তোলনকারীরা ধরা পড়ে। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা বালু উত্তোলনের কথা স্বীকার করে ও আদালত তাদেরকে জরিমানা করে।
এই বিষয়ে জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান বলেন, গোমতী নদী থেকে মাটি ও বালু উত্তোলনে আমরা জিরো টলারেন্সে রয়েছি। বিভিন্ন অভিযান পরিচালনা করছি আমরা।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :