
জাহিদ হাসান নাইম ||
২৪ ফেব্রুয়ারী (শুক্রবার) সাহিত্য সংগঠন ‘সমতট পড়ুয়া’র পাঠক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফাগুনের স্নিগ্ধ সমীরণে কলতানরতা গোমতীর তীরে এক ঝাঁক পাঠকদের নিয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় সেখানে “ভাষাচর্চার সাতকাহন” নামক নান্দনিক খেলা এবং স্বতঃস্ফূর্ত পাঠপ্রতিক্রিয়ায় অংশ গ্রহণ করেন পাঠকরা।
সমাবেশের প্রতিপাদ্য বিষয়গুলো ছিলো,পাঠ-প্রতিক্রিয়া প্রদান,ভাষাচর্চার সাতকাহন,ইতিহাস পর্যালোচনা ও বই আদান-প্রদান করা হয়।
অনুষ্ঠানের এক পর্যায়ে, ‘ভাষার সাতকাহন’ খেলার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বিজয়ীরা হলো, মাইমুনা বুশরা, মিশু সরকার, নাইমুর রহমান ভূইয়া। এসময় সপ্তাহের সেরা পাঠক ঘোষণা করা হয় উম্মে মীম কে।
সমাবেশের সভাপতিত্ব করেন সমতট পড়ুয়ার সভাপতি অভিষেক কর। এছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ আতিকুজ্জামান ইমন, যুগ্ম-সাধারণ সম্পাদক শুভ্র সাহা ও যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব মহিউদ্দিন আহমেদ। সেই সাথে কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং সক্রিয় ও নতুন সদস্যদের অংশগ্রহণে আজকের পাঠক সমাবেশ সফলভাবে আয়োজিত হয়।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :