• ঢাকা
  • রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২১ মে, ২০২২
সর্বশেষ আপডেট : ২১ মে, ২০২২
Designed by Nagorikit.com

গোমতী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার গোমতী নদীর দাউদকান্দি অংশ থেকে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার (২১ মে) বেলা ১১টায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত স্কুল ছাত্রের নাম মিনহাজ সরকার। তিনি জেলার তিতাস উপজেলার জিয়াকান্দি গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। তিনি তার নানারবাড়ি দাউদকান্দির তুজারভাঙ্গা এলাকার আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

 

মেঘনা চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম শনিবার বিকেলে বলেন, খবর পেয়ে কেরোসিন ঘাট থেকে মিনহাজের লাশ উদ্ধার করি। পরে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

স্থানীয়দের বরাতে এসআই রফিক জানান, গতকাল শুক্রবার (২০ মে) জুমার নামাজের আগে মিনহাজ তার বন্ধুদের সঙ্গে গোমতী নদীতে গোসল করতে যায়। গোসলের ফাঁকে শেষে সে হারিয়ে যায়। পরে তার সঙ্গে আসা বন্ধুরা তাকে খোঁজাখুজি করেও না পেলে পরিবারকে জানায়। পরিবার আমাদেরকে জানালে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ডুবুরিদের দিয়েও খোঁজাখুঁজি করি। কিন্তু তাকে পাওয়া যায়নি। আজ শনিবার নিখোঁজ স্থানটি থেকে কিছু দূরে কেরোসিন ঘাটে তার মরদেহ দেখতেপায় স্থানীয় কয়েকজন। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর