
শাহরিয়ার ইমন জয়:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে রোবোটিক্স ও প্রোগ্রামিং বিষয়ক ওরিয়েন্টেশন ও বিজ্ঞান বিষয়ক বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা মিলনায়তনে এ আয়োজন করা হয়। এসময় উপজেলার ১২টি স্কুল ও কলেজের বিজ্ঞানের মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমা আশরাফী।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম মনজুরুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৈয়ব হোসেন সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
এসময় বক্তারা বলেন, শিক্ষার্থীরা ভবিষ্যতে রোবোটিক্স ও প্রোগ্রামিং বিষয়ে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর অভাবিত চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের যোগ্য করে তুলবে। ভবিষ্যতে শিক্ষার্থীদের নিয়ে উন্নত প্রশিক্ষণের আয়োজন করা হবে।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :