মোস্তাফিজুর রহমান।।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানীর ওপর হামলার ঘটনায় মানববন্ধন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কুমিল্লা।
সোমবার (৩০ জানুয়ারি) বিকালে নগরীর ধর্মসাগরস্থ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের সামনে মানববন্ধন করেন কুমিল্লা এলজিইডির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা স্থানীয় সরকার প্রকৌশলের নির্বাহী প্রকৌশলী মীর্জা মো.ইফতেখার আলী, কুমিল্লা স্থানীয় সরকার প্রকৌশলের প্রধান প্রকৌশলী মো. মোস্তফা হাসান, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী জিপি চৌধুরী,ডিপিডি কুমিল্লা ( আইবি) আর টিআইপি-২ এর প্রকল্প সহ-সভাপতি আব্দুল মতিন, আইবি কুমিল্লার এক্সিকিউটিভ সভাপতি ইঞ্জিনিয়ার আবুল বাশার,আইবি কুমিল্লার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রহমত উল্লাহ কবির প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকারের উন্নয়নকে বাধাঁ সৃষ্টি করতে পরিকল্পিতভাবে এই সন্ত্রাসী ঘটনা ঘটান। এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং গোলাম ইয়াজদানীর ওপর হামলার ঘটনায় ভিডিওতে চিহ্নিত সন্ত্রাসীদের কে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় সারাদেশে ইঞ্জিনিয়াররা বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন।
পরে কুমিল্লা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সর্বস্তর কর্মকর্তা-কর্মচারী দুপুর ৩ থেকে ৪ টায় এক ঘন্টা কর্ম বিরতি করেন।
মোস্তাফিজ/কুমিল্লা জার্নাল
আপনার মতামত লিখুন :