• ঢাকা
  • শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৩ মে, ২০২২
সর্বশেষ আপডেট : ২৩ মে, ২০২২
Designed by Nagorikit.com

চান্দিনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

অফিস ডেস্ক।।

কুমিল্লার চান্দিনায় রুবি আক্তার (২৭) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘটেছে। সোমবার (২৩ মে) দুপুরে চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের খিরাসার মোহনপুর গ্রামে ওই ঘটনা ঘটে। স্বামীর পরিবার আত্মহত্যার কথা বললেও নিহতের মা দাবি করছেন তার মেয়েকে হত্যা করা হয়েছে।

জানা যায়, প্রায় ১১ বছর পূর্বে একই ইউনিয়নের যোগপুকুরিয়া গ্রামের মৃত বাচ্চু মিয়ার মেয়ে রুবি আক্তারের সঙ্গে মামুন মিয়ার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের এক মেয়ে ও দুই ছেলে রয়েছে। সোমবার মালয়েশিয়া থেকে দেশে ফিরছেন রুবির দেবর কাউসার। দেবরকে আনতে শ্বশুর আব্দুর রশিদ ও শাশুড়ি পিয়ারা বেগমের সঙ্গে রুবিও বিমান বন্দরে যেতে চান। কিন্তু স্বামী মামুন তাতে বাঁধা দেন। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ হয়। দুপুরে নিজ ঘরে জানালার গ্রীলের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় দেখতে পান ননদ সুমী আক্তার।

সুমী আক্তার বলেন, ’ছোট ভাই বিদেশ থেকে আসতেছে শুনে সকাল ১০টায় বাপের বাড়িতে আসি। আব্বা-আম্মার সঙ্গে বড় ভাইয়ের মেয়ে রিয়া (১০) ও মাহিন (৮) ঢাকা গেলেও ভাই ও ভাবী যাননি। দুপুরে ভাবীকে খোঁজতে গিয়ে ১৮ মাস বয়সী ছেলেটিকে উঠানে দেখি। ঘরে গিয়ে জানালার গ্রীলের সঙ্গে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় ভাবীকে দেখতে পাই। পরে আমার চিৎকারে আশ-পাশের মানুষ ছুটে এসে তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন।’

তবে নিহতের মা আতরজান বিবি বলেন, ’জানালার গ্রীলের সঙ্গে কোন প্রাপ্ত বয়স্ক মানুষ ফাঁস নিতে পারে না। আমার মেয়েকে হত্যার পর হত্যাকান্ডের মোড় অন্যদিকে ঘুরাতে তারা এ ঘটনা ঘটিয়েছে। আমার মেয়েকে নানা অজুহাতে তার স্বামী মামুন প্রায় মারধর করতো। এ ঘটনার পর মামুন পালিয়ে যায়। রুবি আমার একমাত্র মেয়ে। আমার মেয়ে হত্যার বিচার চাই।’

এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ‘মরদেহ উদ্ধার করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি এবং তদন্ত করছি। মরদেহ ময়নাতদন্ত করার জন্য কুমেক হাসপাতালে পাঠানো হবে। নিহতের পরিবার মামলা দায়ের করার জন্য থানায় এসেছে।’

রুবেল মজুমদার /জার্নাল

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর