• ঢাকা
  • শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৬ জুলাই, ২০২৪
Designed by Nagorikit.com

চৌদ্দগ্রামে অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍‍্যাব

কুমিল্লা জার্নাল

মোঃ রাকিব হোসেন।।

১৬ জুলাই রাতে কুমিল্লা চৌদ্দগ্রাম উজিরপুর ইউনিয়নের সামুকসার গ্রাম থেকে শাকিল আহমেদ (২২) নামক একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে র‍‍্যাব-১১, সিপিসি-২, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃত আসামি থেকে একটি এলজি গান উদ্ধার করা হয়।

 

 

এসময় র‍‍্যাব-১১, সিপিসি-২ লেঃ কমান্ডার মাহমুদুল হাসান প্রেস ব্রিফিংয়ে জানায়, গ্রেফতারকৃত আসামী মোঃ শাকিল আহমেদ (২২) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার মানিকপুর গ্রামের আব্দুল মন্নান এর ছেলে। আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রম সহ বিভিন্ন ধর্তব্য অপরাধ সংগঠিত করে আসছিল আসছিল।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 

অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র‍‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর