• ঢাকা
  • শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২২
সর্বশেষ আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২২
Designed by Nagorikit.com

চৌদ্দগ্রামে কিশোর গ্যাং প্রতিরোধে সভা অনুষ্ঠিত

কুমিল্লা জার্নাল

 

মুুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ নির্মূল, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিবাহ, কিশোর গ্যাং প্রতিরোধসহ সোস্যাল মিডিয়ায় ইন্টারনেট প্রযুক্তির অপব্যবহার রোধে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাশিনগর ইউনিয়নের অশ্বদিয়া আজিজিয়া বালিকা দাখিল মাদরাসা প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলাম। সভায় বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন।

অশ্বদিয়া আজিজিয়া বালিকা দাখিল মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মিজানুর রহমান, ইসমাইল হোসেন, অশ্বদিয়া আজিজিয়া বালিকা দাখিল মাদরাসার সুপার আবদুল করিম প্রমুখ।

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর