
স্টাফ রিপোর্টার।।
গত ৫ই আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুইপায়ে গুলিবৃদ্ধ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ফালগুনকরা গ্রামের মোঃ রিয়াদ হোসেনের পাশে দাঁড়িয়ে আছে গণধিকার পরিষদ। শনিবার বিকেলে গণঅধিকার পরিষদ চৌদ্দগ্রাম উপজেলার পক্ষ থেকে রিয়াদের চিকিৎসা সহায়তায় নগদ অর্থ প্রধান করা হয়। এসময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ চৌদ্দগ্রাম উপজেলার আহ্বায়ক মিজানুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক এন এ এইচ রাসেল বাঙালি, যুগ্ম সদস্য সচিব সিদ্দিকুর রহমান, বাংলাদেশ যুব অধিকার পরিষদ চৌদ্দগ্রাম উপজেলার সভাপতি এম এইচ তামজিদ, সাধারণ সম্পাদক মহিন উদ্দিন, সাহিত্য ও সংস্কৃতিক বিষয়য়ক সম্পাদক নোমান রাজ, মুন্সিরহাট ইউনিয়ন গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোঃ কবির খান, শুভপুর ইউঃ গনঅধিকার পরিষদের আহ্বায়ক রেজাউল করিম রিপন, যুব নেতা ও প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা মহিন উদ্দিন প্রমুখ।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :