মুুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সক্ষমতা উন্নয়নে করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ জুলাই) সকালে ‘কমব্যাটিং জেন্ডার বেজড ভায়োলেন্স (সিজিবিভি)’ এর সৌজন্যে, ‘এইড কুমিল্লা’ এর আয়োজনে এবং ‘ক্রিশ্চিয়ান এইড’ এর সার্বিক সহযোগিতায় চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আকতার। বিশেষ অতিথি ছিলেন উজিরপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক নায়িমুর রহমান মজুমদার মাছুম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ তৈয়ব হোসেন, শিক্ষা কর্মকর্তা ছাকিনা বেগম।
এইড কুমিল্লা এর সমন্বয়ক শেফায়েত উল্লাহ শেফু এর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোকাদ্দেস আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা বীথি রানী চক্রবর্তী, তথ্য-প্রযুক্তি বিষয়ক কর্মকর্তা ফাতেমা আক্তার, থানার সেকেন্ড অফিসার এসআই নাজমুল হক, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সালমা আক্তার, ইউপি সচিব চঞ্চল দেবনাথ, সেলিনা আক্তার, আব্দুর রব, দেলোয়ার হোসেন মোল্লা, কামরুজ্জামান, শাহীন আলম, শামসুল আলম প্রমুখ।
কুমিল্লাজার্নাল.কম/জাহিদ
আপনার মতামত লিখুন :