• ঢাকা
  • শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২২
সর্বশেষ আপডেট : ১১ অক্টোবর, ২০২২
Designed by Nagorikit.com

চৌদ্দগ্রামে পাইপগানসহ আটক ১

কুমিল্লা জার্নাল

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে পাইপগানসহ এনামুল হক (২৮) নামে একজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত এনামুল হক উপজেলার গুনবতী ইউনিয়নের চাঁপাচৌ গ্রামের ইউসুফ মিয়ার ছেলে ও চাঁপাচৌ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে চাঁপাচৌ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ষ্টোর রুমে তল্লাশি চালিয়ে একটি পাইপগান উদ্ধার করে। এ সময় বিদ্যালয়ের দপ্তরী এনামুল হককে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, মঙ্গলবার দুপুরে উপজেলা গুণবতী ইউনিয়নে চাঁপাচৌ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী এনামুল হককে পাইপগানসহ গ্রেফতার করা হয়। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলো। পরে থানায় আটককৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

কুমিল্লাজার্নাল/জাহিদ

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর