• ঢাকা
  • শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২২
সর্বশেষ আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২২
Designed by Nagorikit.com

চৌদ্দগ্রামে প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন পালিত

কুমিল্লা জার্নাল

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আনন্দ র‌্যালী, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত হয়েছে। আনন্দ র‌্যালীটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকাসহ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে স্থানীয় সংসদ মুজিবুল হক এমপি’র কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

বুুধবার (২৮ সেপ্টেম্বর) বিকালে মহাসড়কে আনন্দ র‌্যালী ও স্থানীয় সাংসদ কার্যালয়ে মিলাদ মাহফিল শেষে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আবু তাহের, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, এনামুল হক খন্দকার, জেলা কৃষক লীগের সহ-সভাপতি মমিনুর রহমান ফটিক, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কামরুল আলম মোল্লা, কামরুল হাসান মুরাদ, সহ-দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক কাউছার হানিফ শুভ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হালিম চৌধুরী নিজাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুুবুল হক মোল্লা বাবলু, ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, প্রভাষক নায়িমুর রহমান মজুমদার মাছুম, ভিপি মাহবুব হোসেন মজুমদার, এ কে খোকন, কাজী ফখরুল আলম ফরহাদ, উপজেলা আ’লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক আব্দুল জলিল রিপন, পৌরসভা যুবলীগের সভাপতি ও প্যানেল মেয়র সাইফুল ইসলাম পাটোয়ারী, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খাঁন শামীম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আরশ মজুমদার, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন প্রমুখ।

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর