• ঢাকা
  • শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮ আগস্ট, ২০২২
সর্বশেষ আপডেট : ৮ আগস্ট, ২০২২
Designed by Nagorikit.com

চৌদ্দগ্রামে বঙ্গমাতা ফজিলাতুন্নেছার জন্মদিন পালিত

কুমিল্লা জার্নাল

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপু, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আক্তার, কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ তৈয়ব হোসেন, সমাজসেবা কর্মকর্তা নাসির উদ্দিন, ইউপি চেয়ারম্যান আবু তাহের, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম, চৌদ্দগ্রাম পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রূপম সেনগুপ্ত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বীথি রানী চক্রবতী প্রমুখ ।

অনুষ্ঠান শেষে মহিলা বিষয়ক কার্যালয়ের অধিনে সেলাই প্রশিক্ষণ প্রাপ্ত নয়জন মহিলার হাতে সেলাই মেশিন তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।

কুমিল্লাজার্নাল.কম/জাহিদ

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর