• ঢাকা
  • শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২২
সর্বশেষ আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২২
Designed by Nagorikit.com

চৌদ্দগ্রামে বড় ভাই হাতে খুন হয় ছোট ভাই

কুমিল্লা জার্নাল

রুবেল মজুমদার।।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার(১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শ্রীপুর ইউনিয়নে পাইকোটা গ্রামের এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানা যায়,সম্পর্কে তারা সৎ ভাই। জায়গা-জমির বিরোধের জের ধরে সকাল ১০ টায় স্থানীয় একটি চা দোকানে বড় ভাই আব্দুল মালেক(৬০)(অবসরপ্রাপ্ত সেনা সদস্য) এবং ছোট ভাই হাফেজ আহম্মেদ(৫০) এর মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দোকানের কাজে ব্যবহৃত ছুড়ি দিয়ে মুখে,পেটে ও পিঠে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই ছোট ভাই হাফেজ

আহম্মেদের মৃত্যু হয়। ইউপি সদস্য মো: আলী হয়দার জানান, ঘটনা শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। ঘাতক আব্দুল মালেক উশৃঙ্খল স্বভাবের। এলাকার কেউ তাকে পছন্দ করে না। এলাকার কাউকে সে পরোয়া করে না। এর আগেও সে এলাকায় অনেক খারাপ কাজ করেছে। চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ শুভ রন্জ্ঞন চাকমা কুমিল্লা নিউজকে জানান, ঘটনাটি প্রকাশ্যে দিবালোকে হয়েছে। বড় ভাই আব্দুল মালেক তার ছোট ভাই হাফেজ আহম্মেদকে একাধিকবার ছুরিকাঘাত করেই পালিয়েছে। আমরা তাকে খুব শীঘ্রই আইনের আওতায় আনার আনবো।

আরও পড়ুন

  • বৃহত্তর কুমিল্লা এর আরও খবর