মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার হাইওয়ে থানার সামনে র্যালী শেষে থানা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মিয়াবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল হক আখন্দের সার্বিক তত্ত্বাবধানে আলোচনা সভায় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল বাশার রানা, মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোহাম্মদ মহসিন, গিয়াস উদ্দীন মোহাম্মদ কাউসার, এএসআই মহি উদ্দীন, কনস্টেবল কয়েস উদ্দীন, বিল্লাল হোসেন, আবুল হোসেন, মোহাম্মদ সবুজ, বিভিন্ন পরিবহন সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :