চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে কুমিল্লার চৌদ্দগ্রামে দৈনিক যায়যায়দিন এর ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (০৭ জুন) বিকালে চৌদ্দগ্রাম বাজারস্থ ইসলামিয়া সুইটস্ এন্ড রেস্টুরেন্ট হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক মো: খোরশেদ আলম।
দৈনিক যায়যায়দিন পত্রিকার চৌদ্দগ্রাম প্রতিনিধি মো: বেলাল হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: আব্দুর রহিম লতিফ, বিশিষ্ট আইনজীবী সাইফুদ্দীন মজুমদার, ল্যাব ওয়ান ডায়াগনস্টিক সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক আলী হোসেন, সাংবাদিক আক্তারুজ্জামান, আবু বকর সুজন।
সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন এর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বদেশ ব্রিকস এর পরিচালক ও যুবলীগ নেতা হাসান ইমাম রিপন, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক ইকবাল হোসেন লিটন, সাংবাদিক কামাল হোসেন নয়ন, শাহিন আলম, ইউছুফ মজুমদার, আব্দুর রব লাভলু, রাকিবুল হাসান, বিশিষ্ট সমাজসেবক হাফেজ মর্তুজা মজুমদার, শাকিল হোসেন, মো: শিবলু প্রমুখ।
আপনার মতামত লিখুন :