নিজস্ব প্রতিবেদক||
কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনের ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মিজানের পথসভা শেষে বাড়ি ফেরার পথে তার সমর্থকদের উপর হামলা চালায় দুর্বিত্তরা। এসময় হামলায় ঘটনাস্থলে প্রায় ১৫ জন আহত ও ২ জন নিখোঁজ হয়।
বৃহস্পতিবার (৪ জানুয়ারী) আনুমানিক রাত সাড়ে ৮ টায় চৌদ্দগ্রাম উপজেলার ৪ নং শ্রীপুর ইউনিয়নের লেংরা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রামের সহকারী রিটার্নিং কর্মকর্তা জেপি দেওয়ান বলেন, আমরা ঘটনা জানামাত্র ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও বিজিবি মোতায়েন করেছি। বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা করেন।
এ ঘটনায় আহত শ্রীপুর এলাকার সোহেল, মিঠু, হাসান, শাহিন, রাকিব, সুজন, সাজিদসহ আনুমানিক ১৫ জনকে গুরুতর আহত অবস্থায় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মিজান অভিযোগ করে সাংবাদিকদের বলেন, প্রচারণার শুরু থেকেই চৌদ্দগ্রাম ১১ আসনের মুজিবুল হক মুজিবের নির্দেশনায় আমার কর্মীদের উপর বারবার হামলা চালানো হচ্ছে। এই বিষয়ে জেলার রিটার্নিং কর্মকর্তা ও চৌদ্দগ্রাম থানার ওসিসহ স্থানীয় প্রশাসনকে বারবার অবগত করলেও তারা কোনো ব্যবস্থা নেয় নি। যার ফলস্বরুপ আজ আমার পথসভা শেষ করে কর্মীরা বাড়ি ফেরার পথে নৌকার সমর্থকরা আবারো তাদের উপর অমানবিক হামলা চালায়, গাড়ি ভাংচুর চালায়। প্রশাসনের এমন পক্ষপাতিত্ব আচরণের কারণে এখানে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্থ হচ্ছে।
আপনার মতামত লিখুন :