মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে ২০ কেজি গাঁজাসহ বিল্লাল নামে চিহিৃত এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটকৃকত বিল্লাল উপজেলার ঘোলপাশা ইউনিয়নের জগমোহনপুরের মৃত আসলাম মিয়ার ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২২ জুন) ভোরে চৌদ্দগ্রাম থানার এসআই পিযূষ কান্তি দাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী বিল্লালকে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের জগমোহনপুরের তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘোলপাশার জগমোহনপুর থেকে ২০ কেজি গাঁজাসহ বিল্লাল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত বিল্লালের বিরুদ্ধে থানায় মাদক মামলা দায়ের শেষে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে’।
আপনার মতামত লিখুন :