• ঢাকা
  • সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪ জুলাই, ২০২৪
সর্বশেষ আপডেট : ৪ জুলাই, ২০২৪
Designed by Nagorikit.com

চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানবৃন্দের শপথ গ্রহণ

কুমিল্লা জার্নাল

মনোয়ার হোসেন।।

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, ভাইস চেয়ারম্যান ইসহাক খান ও মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা আক্তার ববি শপথ গ্রহণ করেছেন। শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম।

 

বুধবার (৩ জুন) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (উপ সচিব) আনোয়ার পাশা, অতিরিক্ত ডিআইজি পবির কুমার। স্থানীয় সরকার বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপ-পরিচালক শাহিনা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

গত ৫ জুন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আজকে চৌদ্দগ্রামসহ চট্টগ্রাম বিভাগের ১২ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানবৃন্দ শপথ গ্রহন করেন।

 

শপথ অনুষ্ঠান শেষে সার্কিট হাউজের সামনে দলীয় নেতাকর্মী, ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিলররা নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুলেল শুভেচছা জানান।

আরও পড়ুন

  • রাজনীতি এর আরও খবর