নিজস্ব প্রতিনিধিঃ কুমিল্লায় জাগ্রত মানবিকতার ইফতার সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের জিমনিসিয়াম সংলগ্ন মিডিয়া সেন্টারে আয়োজিত ইফতার সম্মিলনে উপস্থিত ছিলেন জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা।
এসময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক জেড এম মিজানুর রহমান, কুমিল্লা মহানগর আওয়ামীলীগ নেতা মাসুম রেজা দুলাল, জাগ্রত মানবিকতার সহ সভাপতি আনোয়ার হোসেন, মহানগর যুবলীগের সিনিয়র সদস্য এ কে এম রিয়াজ উদ্দিন মুন্না, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহবায়ক আব্দুল আজিজ সিহানু, ভিক্টোরীয়া সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক কাজী সায়েম, মহানগর যুবলীগ নেতা ইকরামুল ইসলাম রুবেল, জাগ্রত মানবিকতার যুগ্ম সাধারন সম্পাদক কাউসার জামান, দপ্তর সম্পাদক সাইমুম সপ্নিল, সমাজ কল্যান সম্পাদক আবু সায়েব বাপ্পি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আনোয়ার হোসাইনসহ জাগ্রত মানবিকতার নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ ও ভলেন্টিয়ার সদস্যরা।
ইফতারের পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন মুন্সেফ বাড়ি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মিজানুর রহমান।
আপনার মতামত লিখুন :