হাবিবুর রহমান মুন্না।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা , কবিতা আবৃত্তি এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে গণবিদ্যাপিঠ কারিগরি ও বাণিজ্যিক কলেজ।
বৃহস্পতিবার (১৭ই মার্চ) সকাল ১০.৩০ টায় কলেজের হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় কলেজ ক্যাম্পাসের একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রায় ১৫০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতায় ১০ জনকে প্রাথমিক ভাবে বিজয়ী ঘোষণা করা হয়।বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় জনের জন্য পুরস্কার এবং বাকিদের জন্য ও বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।
অনুষ্ঠানে গণবিদ্যাপীঠ কারিগরি ও বাণিজ্যিক কলেজের সিনিয়র প্রভাষক মো.আতিকুর রহমানের সঞ্চালনায় সভাপতি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন উক্ত কলেজের অধ্যক্ষ মো.এনামুল হক ভূঁইয়া।
তিনি বলেন, ‘আজকের এই রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় আমার স্নেহের ছাএ বন্ধুরা অংশগ্রহণ করেছো এ জন্য সবাইকে ধন্যবাদ। আমি চাই তোমরা প্রত্যেকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে সামনে এগিয়ে যাও।’
সভাপতি তার বক্তব্যে আরো বলেন, বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে সকলের অংশগ্রহণের উপর আলোকপাত করেন। তিনি আর্থ সামাজিক উন্নয়নে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন।
বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের উপহার দিয়েছেন একটি স্বাধীন সার্বভৌম ভূখণ্ড।
এসময় আরও উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক ভূপাল মজুমদার, মিষ্টু দাশ, সিনিয়র প্রভাষক মোঃ. আতিকুর রহমান, প্রভাষক এ কে এম মশিউল আলম, ফখরুল ইসলাম, ফারজানা বুলবুল,নার্গিস আক্তার ,অফিস সহকারী নজরুল ইসলাম, ফখরুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকে কলেজ থেকে রচনা ও কবিতা আবৃত্তির সামগ্রী সরবরাহ করা হয়েছে।
কুমিল্লা জার্নাল.কম/মুন্না
আপনার মতামত লিখুন :