• ঢাকা
  • সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২১
সর্বশেষ আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২১
Designed by Nagorikit.com

টিকার কার্যকারিতা কমিয়ে দিতে সক্ষম ওমিক্রন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কুমিল্লা জার্নাল

সাইমুম ইসলাম অপি.

করোনার নতুন ধরন ওমিক্রন ডেল্টার চেয়ে বেশি সংক্রমণশীল ও এটি টিকার কার্যকারিতা কমিয়ে দিতে সক্ষম জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে ওমিক্রনে আক্রান্তদের উপসর্গ অপেক্ষাকৃত কম এমন তথ্যও দিয়েছে সংস্থাটি।

 

৯ই ডিসেম্বর পর্যন্ত ওমিক্রন বিশ্বের ৬৩টি দেশে ছড়িয়েছে। বাহরাইন, মরিশাস, সাইপ্রাস ও মালাউয়িতেও শনাক্ত হয়েছে ওমিক্রন। দক্ষিণ আফ্রিকায় দ্রুত ছড়াচ্ছে এটি। দেশটির নতুন করোনা শনাক্তের ৭০ শতাংশই হচ্ছে ওমিক্রন।

দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসাও আক্রান্ত হয়েছেন করোনায়। তার করোনার মৃদু উপসর্গ রয়েছে। যুক্তরাজ্যে ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাব থাকলেও দ্রুত ছড়াতে শুরু করছে ওমিক্রন। চলতি মাসের মাঝামাঝি নাগাদ করোনা সংক্রমণের প্রধান উৎস হয়ে উঠতে পারে ওমিক্রন বলছেন দেশটির গবেষকরা। যুক্তরাজ্যে এখন পর্যন্ত ওমিক্রন শনাক্ত হয়েছে ১৮৯৮ জনের। এমন পরিস্থিতিতে টিকা কার্যক্রম আরও জোরদার করতে শুরু করেছে দেশটি।

চলতি সপ্তাহ থেকে ইংল্যান্ডে ১৮ বছরের বেশিদের করোনার বুস্টার ডোজ দেয়া শুরু হবে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। আগামী বছরের জানুয়ারি নাগাদ সব প্রাপ্ত বয়স্কদের বুস্টার ডোজ দেয়ার লক্ষ্যে কাজ চলছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। এরপর বিভিন্ন সময় করোনার সংক্রমণ কমবেশি হয়েছে।
তবে চলতি বছরের মে মাসের শেষের দিকে দেশে করোনার ডেল্টা ধরনের দাপটে পরিস্থিতি খারাপ হতে থাকে। গত আগস্টের প্রথম দিকে করোনার গণটিকা দেওয়া শুরু হয়। এরপর সংক্রমণ ও মৃত্যু উভয়ই কমতে শুরু করে।

আরও পড়ুন