• ঢাকা
  • শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ৯ নভেম্বর, ২০২৩
Designed by Nagorikit.com

ট্রাক উল্টে পড়লো প্রাইভেটকারের ওপর, নিহত ১

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

রাজধানীর ওয়ারীর টিকাটুলি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে স্টিলের রোল ভর্তি একটি ট্রাক উল্টে মহিউদ্দিন(৩৮) নামে এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন।

বুধবার (৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চালককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে পাঠায়।

ওয়ারী থানার উপ-পরিদর্শক ( এসআই) আনিস নেসার জানান, রাতে উবারে দুইজন যাত্রী নিয়ে চালক মহিউদ্দিন বরিশালের গৌরনদী থেকে ঢাকার মোহাম্মদপুরে যাচ্ছিলেন। ওয়ারীর টিকাটুলিতে হানিফ ফ্লাইওভারের নিচে আসামাত্র স্টিলের রোল ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারের ওপর পড়ে। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুছড়ে যায়। সৌভাগ্যক্রমে প্রাইভেট কারের দুজন যাত্রী বের হতে পারলেও  স্টিলের রোলের নিচে চাপা পড়েন চালক মহিউদ্দিন। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর প্রাইভেটকারের দরজা কেটে চালকের মরদেহ উদ্ধার করে ফায়ার ফাইটাররা।

তিনি আরও বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

 

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • জাতীয় এর আরও খবর