
মোঃ শরীফ উদ্দিনঃ
গত ১৬ সেপ্টেম্বর ঢাকাস্থ বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা শান্তিনগরে সমিতির উপদেষ্টা পরিষদ, কার্যকারি কমিটি, ও গন্যমান্যদের অংশ গ্রহণে সাধারণ সভা, নতুন কমিটি গঠন, নির্বাচন কমিশন গঠন, বরুড়াবাসির মিলনমেলা উপলক্ষে মেজবানী আয়োজন, হৃদ স্পন্দনে বরুড়া শীর্ষক তথ্য কনিকার ২য় সংস্করন প্রকাশ, সদস্য সংগ্রহ কার্যক্রম ইত্যাদি বিষয়ে সমিতির সভাপতি সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বাবু মনিন্দ্র কিশোর মজুমদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবদুস সামাদ এর সঞ্চালনায় যৌথ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সমিতির প্রধান উপদেষ্টা ও যমুনা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আতিকুর রহমান, জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাছিমুল আলম চৌধুরী(নজরুল), গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব মোঃ শাহ আলম,
উপদেষ্টা আবদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক নুর উদ্দিন খন্দকার স্বপন, মোঃ সফিকুল ইসলাম, চ্যানেল ৭১ এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক বাবু, ইঞ্জিনিয়ার আবদুল কাদের, সাবেক রেলওয়ে কর্মকর্তা বাবু দীপক কুমার ভৌমিক ও বরুড়ার বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। সভায় আগামী ১০ ডিসেম্বর নির্বাচন ও মেজবানির তারিখ নির্ধারন করা হয়। আগামী নভেম্বরে সুবিধাজনক সময়ে কেমতলি স্কুলে একটি মেডিক্যাল ক্যাম্প আয়োজনেরও সিদ্ধান্ত হয়।
কুমিল্লাজার্নাল/জাহিদ
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :