• ঢাকা
  • শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২৩
সর্বশেষ আপডেট : ১৩ জানুয়ারি, ২০২৩
Designed by Nagorikit.com

তিতাসে জেলা পরিষদের অর্থায়নে কম্বল বিতরণ

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

মোঃ জুয়েল রানা, তিতাস প্রতিনিধিঃ

কুমিল্লার তিতাস উপজেলায় জেলা পরিষদের আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার ডাকবাংলোতে জেলা পরিষদ ও সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশের ব্যক্তিগত অর্থায়নে উপজেলার ৯টি ইউনিয়নের ২ হাজার শীতার্তদের মাঝে বিতরণ করার জন্য ইউপি সদস্যের হাতে এ কম্বল তুলেদেন জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ

এসময় উপস্থিত ছিলেন, উপজেলার কলাকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার, কুমিল্লা উত্তর জেলা বঙ্গবন্ধু পরিষদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আতিকুর রহমান, ভিটিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কবির সিকদার, সাধারণ সম্পাদক শহিদউল্লাহ সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম নিরবসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিতরণকালে জেলা পরিষদের সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ বলেন, জেলা পরিষদ থেকে আমাকে ২০০ কম্বল দিছে অসহায় শীতার্তদের মাঝে বিতরণ করার জন্য। তার সাথে আমার ব্যক্তিগত অর্থায়নে আরো ১৮’শ কম্বল ক্রয়ে করে মোট ২ হাজার কম্বল ৯টি ইউনিয়নের মেম্বারদের কাছে বিতরণ করেছি। আমি সবসময় তিতাসবাসীর পাশে আছি এবং ভবিষ্যৎও থাকবো ইনশাআল্লাহ।

 

Comillajournal/zahid

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর