মোঃ জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:
কুমিল্লার তিতাসে বাজারের ব্যাগ থেকে এক ছেলেশিশুর মরদেহ উদ্ধার করেছে তিতাস থানা পুলিশ।
শুক্রবার (৩ মার্চ) বিকালে উপজেলার মজিদপুর চকে ভুট্টা ক্ষেতের পাশে শুকনো ড্রেন পরে থাকা বাজারের ব্যাগ থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
তিতাস থানার এসআই ইমরুল জানান, স্থানীয় এক ব্যক্তি জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে নবজাতকের মরদেহ বিষয়টি জানায়। পরে ঘটনাস্থল থেকে একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। আগামীকাল শনিবার লাশটি ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।
তিনি আরো জানান, কে বা কারা মরদেহটি বাজারের ব্যাগে করে ফেলে দিয়েছে বিষয়টি জানার চেষ্টা চলছে।
কুজা/জাহিদ
আপনার মতামত লিখুন :