রুবেল মজুমদার।।
তীব্র শীত উপেক্ষা করে উৎসব মুখর পরিবেশে ৫ম ধাপে কুমিল্লার ২৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহন শুরু হয়েছে। আজ সকাল ৮ টায় এ ভোট গ্রহণ শুরু হয়। একটানা চলবে বিকাল ৪ টা পর্যন্ত।
জেলার তিন উপজেলার চান্দিনা, লালমাই ও লাঙ্গলকোটের ২৬ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (৫ডিসেম্বর)সকাল ৮টায় থেকে জেলার চান্দিনা ১২টি, লালমাই ৬টি ও লাঙ্গলকোটে ৮ টি ইউনিয়নে ভোট গ্রহন চলছে।
তবে নির্বাচনে উৎসবের সাথে শংকাও থাকলেও ভোটের মাঠে আগে থেকেই উত্তাপ বিরাজ করছে। এদিকে কয়েকটি ইউপিতে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়,জেলার চান্দিনার ৮নং বরককোট ইউনিয়নের বরকইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারী উপড়ে পড়া ভিড় দেখা যায়।
সকাল থেকেই প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ করা গেছে। এখন পর্যন্ত কোন কেন্দ্রে অপৃতিকর খবর পাওয়া যায়নি। যে কোন ধরণের অপৃতিকর ঘটনা এড়াতে ভোট কেন্দ্রে নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ৩ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, প্লাটুন বিজিবি, র্যাবের টিম, পুলিশের মোবাইল টিম ও পুলিশের স্ট্রাইকিং ফোর্স মাঠে কাজ করছে।
সূত্রমতে, তিন উপজেলার ২৩৫ টি কেন্দ্রে চার লাখ একান্ন হাজার আটশো ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। চান্দিনা ১২ টি ইউনিয়নের বিপরীতে ৭৬ জন, লালমাই ৬টি ইউনিয়নে ১৭ জন ও লাঙ্গলকোটে ৮টি ইউনিয়নে ৩০ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এছাড়া তিন উপজেলায় সংরক্ষিত আসনে ২২৮ জন ও সাধারণ সদস্য আসনে ১০৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আপনার মতামত লিখুন :