রুবেল মজুমদার ।।
কুমিল্লার লাকসাম উপজেলার দৌলতগঞ্জ বাজারে মোড়কের মূল্য মুছে ও বেশি দামে সয়াবিন তেল বিক্রি করার দায়ে ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (৬মার্চ)দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে কুমিল্লা সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম এ জরিমানা করেন।
মো: আছাদুল ইসলাম জানান,দুপুরে জেলার লাকসামের দৌলতগঞ্জ বাজারে তদারকি অভিযান পরিচালনা করা হয়। কারসাজি করে বেশি
দামে তেল বিক্রির অভিযোগে মেসার্স চিন্তা হরণ সাহাকে ৫০ হাজার টাকা,মেসার্স আল মদিনা ট্রেডার্সকে ২০ হাজার টাকা, মেসার্স আলী এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা এবং কারসাজি করে বেশি দামে চাল বিক্রির অভিযোগে মেসার্স হৃদয় স্টোরকে ১০ হাজার টাকাসহ মোট চার প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
তিনি আরো বলেন, ডিলারা মূলত তেলের দামের কারসাজি করছে। তেল থাকার পরেও তারা তেলের কৃত্রিম শূন্যতা তৈরির চেষ্টা করছেন ,আমাদের অভিযান ধারাবাহিকভাবে চলমান থাকবে।
আপনার মতামত লিখুন :