• ঢাকা
  • শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩০ জুলাই, ২০২২
সর্বশেষ আপডেট : ৩০ জুলাই, ২০২২
Designed by Nagorikit.com

দাউদকান্দিতে ছাত্রলীগ নেতার গুলিতে দুই ছাত্রলীগ নেতা আহত

কুমিল্লা জার্নাল

 

দাউদকান্দি প্রতিনিধিঃ

হাসানপুর সরকারী কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ সরকার(২২) ও ওয়ার্ড ছাত্রলীগ নেতা তন্ময় সরকার(২০) গুলিবিদ্ধ হয়ে গুরতর আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় পৌরসভার ৬নং ওয়ার্ড(দোনার চর) সরকার বাড়ির সামনে এ গুলাগুলির ঘটনা ঘটেছে।
স্থানীয় অ্যাপলো হাসপাতালে আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
আহত জাহিদ সরকারের মাথায় গুরতর জখম ও তন্ময় সরকারের হাতে, বুকে ও কোমরের উপরিভাগে গুলি লাগে।

জানা যায়, বৃহস্পতিবার দুপর ২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন চলাকালীন সময়ে হাসানপুর কলেজ ছাত্র লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক হৃদয় এর সঙ্গে কথা কাটাকাটি।
এরই জের ধরে হৃদয় শুক্রবার দোনারচর সরকার বাড়ির সামনে তার অনুসারীদেরকে নিয়ে জাহিদ সরকারকে কিল-ঘুষি, হকস্টিক দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ও তন্ময় সরকারকে এলোপাতাড়ি গুলি করতে থাকে এতে তার বুকে, পেটে ও হাতে গুলি লাগে।

দাউদকান্দি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।তবে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ শতর্ক অবস্থানে আছে।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানায়…

ওসির সাথে কথা বলে নিয়েন

কুমিল্লাজার্নাল.কম/জাহিদ হাসান

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর