• ঢাকা
  • সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯ জুলাই, ২০২২
সর্বশেষ আপডেট : ৯ জুলাই, ২০২২
Designed by Nagorikit.com

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরসহ এক সাংবাদিক নিহত

কুমিল্লা জার্নাল

হোসাইন মোহাম্মদ দিদার :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার বেকিনগর এলাকায় বাস চাপায় এক সাংবাদিক ও দুই সহোদরসহ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার আনুমানিক সকাল সাড়ে ১০ টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন জন উপজেলার একই গ্রামের বাসিন্দা। নিহতদের মধ্যে দুই সহোদর রয়েছেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির বেকিনগর এলাকায় ঢাকাগামী একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিন আরোহী মারা যায়।

স্থানীয়রা তাদের দাউদকান্দি (গৌরীপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিলে কর্ত্যবরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলো— উপজেলার বেকিনগর গ্রামের মো. শাহজালাল মিয়ার ছেলে মো. শরীফ (২৩) ও মো. তাপসির (১৮) এবং একই গ্রামের হকসাব মিয়ার ছেলে কুমিল্লার দৈনিক সমাজ কন্ঠ পত্রিকার স্থানীয় প্রতিনিধি মো. সোহেল প্রধান (২৫)।

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ জানান, মোটর সাইকেল আরোহীদের চাপা দিয়ে বাসটি দ্রুত গতিতে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তিন আরোহী মারা যান।

কুমিল্লা জার্নাল/ মোস্তাফিজ

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর