রুবেল মজুমদার||
কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের ভুলিরপাড় এলাকা হতে ১৫০০ পিস ইয়াবা সহ একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার (০৯ অক্টোবর) জেলা গোয়েন্দা পুলিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন টা জানানো হয়।
গ্রেফতারকৃত আসামী হলেন, দাউদকান্দি উপজেলার ভুলিরপাড় গ্রামের মৃত হুমায়ুন কবিরের ছেলে জহিরুল ইসলাম (২৭)
জানা যায়, রবিবার (০৮ অক্টোবর) দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের ভুলিরপাড় এলাকার জাকির টাওয়ার এর ৪র্থ তলার ফ্ল্যাটে ডিবি পুলিশের অভিযানে আসামী জহিরের শয়ন কক্ষে থাকা ওয়ারড্রপের উপরের ড্রয়ার হতে ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এই ঘটনায় দাউদকান্দি থানায় মামলা দায়ের করা হয়।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :