
হোসাইন মোহাম্মদ দিদার : স্বামী-স্ত্রীর কলহের জেরে ৪ মাসের শিশু আরফানকে ক্ষোভে মাটিতে আছাড় দেন পিতা উজ্জ্বল। এতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
ঘটনাটি ঘটেছে— গত জুলাই মাসের ৩০ তারিখ দিবাগত রা ভোর ৪ টায়। পরে শিশুটি আত্মীয় স্বজনদের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সেখান থেকে স্থানান্তর করে একটি প্রাইভেট মেডিকেলে নেওয়া হয় ।
প্রাইভেট মেডিকেলে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার(৬ আগষ্ট) বিকাল ৪ টায় শিশুটি মারা যায়।
নিহত শিশুটির মামা মো.ফারুক জানান,”
দেড় বছর আগে সদর উত্তর ইউনিয়ন পরিষদের ভাজরা গ্রামের বাছির মিয়ার মেয়ের সঙ্গে বিয়ে হয় একই ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের খসরু মিয়ার ছেলে বিপ্লব মিয়ার।
গত জুলাই মাসের ৩০ তারিখ ভোর চারটায় স্বামী-স্ত্রী মধ্যে কলহ সৃষ্টি হলে এতে ক্ষিপ্ত হয়ে শিশুটির পিতা শিশুটিকে পাকা মেঝেতে আছাড় দেয় তাৎক্ষণিক শিশুটি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হয়।
তবে মেডিকেল রিপোর্ট বলছে— শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে।
বিপ্লব পলাতক রয়েছে এবংকি তার পরিবারের সদস্যদেরও কাউকে পাওয়া যায় নি তাই তাদের মন্তব্য জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে দাউদকান্দি সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার(এএসপি) মোহাম্মদ ফয়েজ ইকবাল জানান,” শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, তবুও পরিবারের কিছু সদস্যদের মৌখিক অভিযোগের ভিত্তিতে আমরা লাশ ময়ন তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছি। রিপোর্ট আসলে বলতে পারবো। যদি রিপোর্ট পজিটিভ আসে আমরা ব্যবস্থা নিবো।”
কুমিল্লাজার্নাল.কম/জাহিদ
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :