
হোসাইন মোহাম্মদ দিদার :
পদোন্নতিজনিত কারণে উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। তিনি মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদায়ন হওয়ায় আজ তার তিন বছরের পুরানো কর্মস্থল ছেড়ে চলে যাবেন নতুন কর্মস্থল মুন্সিগঞ্জ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে উপজেলা হল রুমে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী।
দৈনিক ইত্তেফাকের দাউদকান্দি প্রতিনিধি সাংবাদিক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন — দাউদকান্দি উপজেলা সহকারী কমিশন (ভূমি) সুকান্ত সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন।
সভা শেষে পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) কামরুল ইসলাম খানকে একটি সম্মাননা স্মারক তুলে দেন সাংবাদিকরা।
সভায় বক্তব্য দেন—সাংবাদিক বাবু বাসুদেব ঘোষ,সাংবাদিক মো. রাশেদুল ইসলাম লিপু, সাংবাদিক আলী হোসেন বাবুল, সাংবাদিক লিটন সরকার বাদল, সাংবাদিক হোসাইন মোহাম্মদ দিদার, সাংবাদিক কামরুল হক চৌধুরী,সাংবাদিক শরীফ প্রধান।
এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক জসিমউদদীন মোল্লা, সাংবাদিক সহিদউল্ল্যাহ সাদা, সাংবাদিক আমির হোসেন, সাংবাদিক আরিফুল ইসলাম দিপু, সাংবাদিক সোহেল আহম্মেদ, সাংবাদিক আনিস খান, সাংবাদিক মো.শাহাবুদ্দিন আহম্মেদ, গৌরীপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক
শফিউল বাশার সুমনসহ আরও অনেক।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :