ইব্রাহিম খলিল।।ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মুজিববর্ষ উপলক্ষে
উপজেলা প্রশাসন এলইডি টিভি কাপ ক্রিকেট টি-২০ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে পৌর এলাকায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক। উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য হাজী বোরহান উদ্দিন আহম্মেদ, প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিন মনির, কেন্দ্রীয় যুবলীগ নেতা আলামিনুল হক, মরহুম জহিরুল হক চ্যারিট্যাবল ট্রাস্টের প্রধান সমন্বয়ক রিফাতুল হক প্রমুখ।
খেলায় মরহুম খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্ট একাদশ নবীনগর ক্রিকেট একাডেমি একাদশকে ৫ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিগণ।
আপনার মতামত লিখুন :