ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের বাঙ্গরা বাজারে চোর চক্রের দুই সদস্য ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মোহাম্মদ জুয়েল মিয়া (২৮),মোহাম্মদ মোজাম্মেল (৩০) কে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় নব-নির্বাচিত ইউপি সদস্য রবিউল আওয়াল রবি। স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার দুপুরে উপজেলার বাঙ্গরা বাজারে কয়েকজনকে তাদের চলাফেরা এবং আচরণ সন্দেহ হলে স্থানীয় ব্যবসায়ীরা তাদের সন্দেহজনক ভাবে বাঙ্গরা বাজার পরিচালনা কমিটির সভাপতি ও নব-নির্বাচিত চেয়ারম্যানের কাছে নিয়ে এলে তাদের কাছ থেকে চুরি করার সরঞ্জাম এবং তারা চুরি করার উদ্দ্যেশ্য বাজারে এসেছে বলে স্বীকার করেন। শুক্রবার দুপুরে উপজেলার জিনদপুর বাজারে স্থানীয় সাংবাদিক আব্দুল হাদীর দোকানে চুরির ঘটনা ঘটেছ। আটককৃতরাই হাদির দোকানে চুরির কথা স্বীকার করেন। এ ঘটনায় সাংবাদিক আব্দুল হাদী বাদী হয়ে নবীনগর থানায় মামলা করেন। স্থানীয় নব নির্বাচিত চেয়ারম্যান রবিউল আওয়াল রবি জানান,একটি সঙ্গবদ্ধ চোরের দল বাঙ্গরা বাজারে এসে বাজারের বিভিন্ন যায়গায় ঘোরাফেরা করেন,তাদের আচরন সন্দেহ হলে ব্যবসায়ীরা আমাকে অবগত করেন,পরে আমি আমার লোকজন দিয়ে কাঁচাবাজার থেকে ধরে নিয়ে আসি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করেন।পরে পুলিশকে অবগত করে তাদের দুজনকে থানায় সোপর্দ করি। নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ জানান,চুরির সড়ঞ্জাম ও একটি মটর সাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নবীনগর থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে। আসামীদেরকে আজ সকালে ব্রাহ্মণবাড়িয়া কোর্টে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :