স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার নাঙ্গলকোটে বাবার সঙ্গে রাগ করে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হওয়া চার বোনকে ৮দিন পর উদ্ধার করেছেন পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিবিআই)।
বৃহস্পতিবার রাত ১১টায় বিষয়টি নিশ্চিত করেন পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিবিআই) কুমিল্লা।
তাদেরকে নগরীর জাঙ্গালীয়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
শুক্রবার সকালে পিবিআই এর মিডিয়া দকনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলনের তার উদ্ধার হওয়ার ঘটনা বিস্তারিত জানানো হবে এমনটা জানিয়েছেন নাঙ্গলকোট থানার এস আই সাধন চৌধুরী।
তারা হলেন, উপজেলার মৌকরা ইউপির কালেম গ্রামের মজিবুল হকের চার মেয়ে। তাদের মধ্যে তাসনিম জাহান (১৭), মারজাহান (১৪), তাজিন সুলতানা (১২) নাঙ্গলকোট আফসারুল উলুম কামিল মাদরাসার ছাত্রী। আর মাইশা সুলতানা (৬) নারুয়া তা’লিমুল কোরআন মডেল মাদরাসার ছাত্রী। বুধবার একই ইউনিয়নের নারুয়া গ্রামের নানাবাড়িতে বেড়াতে যায় নিখোঁজ চার বোন।
উল্লেখ্য বৃহস্পতিবার সকালে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে আসেন ওই চার বোন। আত্মীয় স্বজন সহ বিভিন্ন জায়গায় অনেক খোঁজা খোঁজি করেও তাদের সন্ধান মিলেনি।
আপনার মতামত লিখুন :