রুবেল মজুমদার।
কুমিল্লার নাঙ্গলকোটে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।
শনিবার (৮ অক্টোবর )সন্ধ্যায় লাঙ্গলকোট উপজেলাট রায়কোট দক্ষিণ ইউনিয়নের পূর্ব বামপাড়া গ্রামের কালাম ভূঁইয়াবাড়ির পুকুরে এ ঘটনা ঘটে
বিষয়টি নিশ্চিত করেন নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) কানন চৌধুরী।
পুলিশ ও স্থায়ীয় সূত্র জানা যায়, মৃত দুই শিশু হলো জাহিদুল ইসলাম ভূঁইয়া ওরফে সাইফ উদ্দিন (১১) ও তার ভাগ্নে জোবায়েদুল ইসলাম স্বপ্নীল (৯)। এর মধ্যে স্বপ্নীল পূজার ছুটিতে নানার বাড়ি বেড়াতে এসেছিল। সাইফ উদ্দিন ওই গ্রামের আবুল কালাম ভূঁইয়া ছেলে।
রায়কোট দক্ষিণ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ও পূর্ব বামপাড়া গ্রামের বাসিন্দা মাহবুবুল হক জানান, শনিবার দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে মামা-ভাগ্নে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এর পর থেকে তাদের সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন তাদেরকে বিভিন্ন স্থানে খুঁজতে থাকে। বিকেলের দিকে জসিম উদ্দীন নামের এক ব্যক্তি পুকুরের পানিতে জোবায়েদুল ইসলামকে ভাসতে দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে তার লাশ উদ্ধার করতে গিয়ে সাইফেরও মৃতদেহ পায়।
তাদের উদ্ধার করে নাঙ্গলকোট সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কুমিল্লাজার্নাল/জাহিদ
আপনার মতামত লিখুন :