মোঃ বশির আহমেদ।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন বাজারের পাশে কাজী বাড়িতে শাহজাহান, সুবেল ও সবুজের ঘরে আগুন লাগে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় সবুজের ঘর থেকে বিদ্যুৎ শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে, এতে তাদের তিনটি ঘরের মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্তরা জানান তাদের তিনটি ঘরের ও তার চাচাত ভাই আলমের সহ প্রায় ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায় এতে তাদের পাশে তাদের চাচাত ভাই আলমের ঘরে ঢুকে জনতা আগুন থেকে রক্ষা করতে চেষ্টা করে তার ঘরে থাকা মালামাল বের করে আনার সময় অনেক ক্ষয়ক্ষতি হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে সেনবাগ ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ইনচার্জ নুর আলম জানান আমরা সন্ধ্যা আটটার সময় খবর পাই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমার ঘটনাস্থলে আসি এসে আমরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
আপনার মতামত লিখুন :