• ঢাকা
  • শনিবার, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
Designed by Nagorikit.com

নাথেরপেটুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিকানুষ্ঠান অনুষ্ঠিত

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

কুদরত উল্যাহ, ও

হুমায়ুন কবির মানিকঃ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নাথেরপেটুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিকানুষ্ঠান অনুষ্ঠান বৃহস্পতিবার বিদ্যালয়ে প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নাথেরপেটুয়া ডিগ্রী কলেজের এডহক কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ জহিরুল হক ভূঁইয়া। নাথেরপেটুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির প্রস্তাবিত সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ শাহ আলম ভূঁইয়া (জাহাঙ্গীর) এর সভাপতি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ আবুল কালাম আজাদ, স্থানীয় ইউপির সাবেক চেয়ারমান মোঃ হারুনুর রশিদ, স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আউয়াল, শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ আব্দুল গোফরান ভূঁইয়া, নাজির আহমদ (মেম্বার), অধ্যাপক সাইদুর রহমান, শাহাদাৎ হোসেন মহসিন, স্থানীয় ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলী আহম্মদ, শিক্ষানুরাগী ও সমাজসেবক দেওয়ান জাহাঙ্গীর, আবদুল্লাহ আল মামুন চৌধুরী, মোঃ মোবারক হোসেন, মোঃ মোশারেফ হোসেন, মাওলানা মোঃ নোমান শরীফ, গিয়াস উদ্দিন, মোঃ ফরিদ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যথাক্রমে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লিয়াকত আলী, মনিরুল ইসলাম ও শিক্ষক জহিরুল ইসলাম।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, মনের উন্নতির জন্য যেমন জ্ঞানচর্চার প্রয়োজন, তেমনি দেহের উন্নতির জন্য প্রয়োজন দেহ সঞ্চালন। খেলাধুলা শরীর সঞ্চালনের বিশেষ সহায়ক, এই জন্যই প্রত্যেক বিদ্যালয়ে বিদ্যাশিক্ষার সঙ্গে সঙ্গে খেলাধুলার ব্যবস্থা রাখা হয় এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে তার মূল্যায়ন করা হয়। ক্রীড়া প্রতিযোগিতা কেবল একটি প্রতিযোগিতার আসরই নয়, এটি ক্রীড়া মনোভাবেরও এক অসাধারণ প্রদর্শনী। পরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • অন্যান্য এর আরও খবর