• ঢাকা
  • শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৮ জানুয়ারি, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৮ জানুয়ারি, ২০২৫
Designed by Nagorikit.com

নিয়মিত খেলাধুলা ছাত্র ও যুব সমাজকে মাদকসহ বিভিন্ন আষক্তি থেকে দূরে রাখে-জসিম উদ্দিন

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

কুদরত উল্যাহ,
নিজস্ব প্রতিনিধিঃ

মাদকের বিরুদ্ধে-ক্রিকে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম প্রিমিয়ার ক্লাবের আয়োজনে নাইট শর্ট পিস ফ্রিজ কাপ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । শুক্রবার (২৪শে জানুয়ারি) রাত সাড়ে ৮টায় খেলা শুরু হয়ে, রাত এগারোটায় পুরুস্কার বিতরণ করা হয়।

এত প্রধান অতিথি ছিলেন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি ও কাতার প্রবাসী (ব্যবসায়ী) এবং সাবেক ছাত্র নেতা মোহাম্মদ জসিম উদ্দিন।

এসময় তিনি বলেন- নিয়মিত খেলাধুলা ছাত্র ও যুব সমাজ মাদক, মোবাইল, সন্ত্রাস এবং জঙ্গিবাদসহ বিভিন্ন আষক্তি থেকে দূরে রাখে। মনোহরগঞ্জ আমার জন্মস্থান। এ উপজেলার প্রতিটি মানুষকে নিয়ে আমরা ভালো থাকতে চাই। ঝলম প্রিমিয়ার ক্লাবের আয়োজনে নাইট শর্ট পিস ফ্রিজ কাপ ক্রিকেট টুর্ণামেন্টের যে চমৎকার ও সুশৃঙ্খল সমাপ্তি হয়েছে। আমি আয়োজনের সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

তিনি বলেন -আজকের খেলার দর্শক দেখে আমি অভিভূত। খেলার প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা রয়েছে। তবে আমাদের দেশের ক্রীড়াঙ্গনকেও রাজনীতির বেড়াজালে আবদ্ধ করে ধ্বংসের ধারপ্রান্তে নিয়ে গেছে একটি মহল।

বিশেষ অতিথি ছিলেন মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে, মনোহরগঞ্জ আইডিয়াল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল নোমান, মনোহরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) আনোয়ার হোসেন, সাবেক ইউপি সদস্য শাহ আলম, বিশিষ্ট রাজনীতিবীদ হাসান পাটোয়ারী, আরিফুর রহমান, মনোহরগঞ্জ আইডিয়াল স্কুলের পরিচালক মো.মামুনুর রশিদ, মো.সামছুল আলম,মো.আলাউদ্দিন,মো.নেয়ামত উল্লাহ নয়ন,বিশিষ্ট সমাজ সেবক মো.সাইফুল ইসলাম, মো.বেল্লাল হোসেন, আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

খেলায় ঝলম ক্রিকেট একাদশ পেয়ারাতলী ক্রিকেট একাদশকে ৬উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে চ্যাম্পিয়ন দলকে ফ্রিজ ও রানারআপ দলকে এলইডি টিভি পুরুস্কার দেওয়া হয়।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর