জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধিঃ
আসন্ন কুসিক নির্বাচন ২০২২ কে কেন্দ্র করে, নির্বাচনী আমেজে জমে উঠেছে পুরো কুমিল্লা শহর। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ শুক্রবার সকাল ১০টায় (২৭ মে) নগরীর কুমিল্লা শিল্পকলা একাডেমিতে এসময় ৫ মেয়র প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
আর এরপর থেকেই সকল প্রার্থী নিজ নিজ প্রতীকে প্রচারণা শুরু করে। আর এতে করেই, পুরো শহরে যেন আনন্দে উৎসবে মুখরিত হয়ে আছে।
নগরীর কান্দিরপাড় মোড়ে কিছুক্ষণ পরপর ই মোটরসাইকেল শোডাউন সহ মিছিলের দেখা মিলছে। এতে করে যেমনটা খুশী নগরবাসী তেমনটাই কিছুটা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে দেখা গিয়েছে দূর থেকে আসা পথচারীদেরও।
এছাড়াও, নগরীর অশোকতলা মোড়, রেইসকোর্স, নতুন চৌধুরীপাড়া, ধর্মপুর, টমসমব্রীজ, বাগিচাগাঁও, শাসনগাছা সহ বিভিন্ন এলাকায় মিছিলের দেখা মিলছিলো।
প্রসঙ্গত, এবারের কুসিক নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত পেয়েছেন ‘নৌকা’, স্বতন্ত্র মেয়র প্রার্থী সাবেক কুসিক মেয়ের মনিরুল হক সাক্কু – টেবিল ঘড়ি, কামরুল আহসান বাবুল-হরিন, নিজাম উদ্দিন কায়সার-ঘোড়া, ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী রাশেদুল ইসলাম – হাতপাখা প্রতীক পেয়েছেন।
এদিকে কাউন্সিলার প্রার্থীরা প্রতীক পেয়েই প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করতে করতে স্ব স্ব নির্বাচনী এলাকায় ফিরে যান।
আপনার মতামত লিখুন :