জাহিদ হাসান নাইম||
কুমিল্লায় পরিকল্পিতভাবে জাতীয় নির্বাচনের পরিবেশ বিশৃঙ্খল করতে মনোনয়ন প্রার্থীকে মারধরের ঘটনা সাজানোর অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলো, কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানার ছোটরা এলাকার মফিজাবাদ কলোনীর আলী হোসেনের ছেলে মোঃ সুমন (৩৪), মোঃ হোসেনের ছেলে মোঃ সবির (৩৭), মৃত মোঃ খলিলের ছেলে মুহাম্মদ সবুজ (২৮), মৃত আবদুল হাকিমের ছেলে ইকবাল হোসেন (৪৫), মৃত দেলোয়ার হোসেনের ছেলে মাসুদ রানা (৩৫)।
গতকাল শনিবার (২৫ নভেম্বর) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান এসব তথ্য দেন।
জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, ঘটনাটি জানামাত্রই পুলিশ তদন্ত শুরু করে। ঘটনাটি ছিলো পরিকল্পিত। নির্বাচনী পরিবেশ বিশৃঙ্খল করার লক্ষ্যে ষড়যন্ত্রমূলকভাবে পাঁচ জন ব্যক্তিকে দিয়ে এই ঘটনা ঘটায় মারধরে শিকার হওয়া নির্বাচনী মনোনয়নপত্র সংগ্রহকারী গোলাম সারোয়ার। তাকে মারধরের ভিডিওটি ফেসবুকেও ভাইরাল করা হয়। ভিডিও ফুটেজ থেকে প্রাপ্ত তথ্য নিয়ে এই ঘটনার সাথে জড়িত পাঁচজনকে কুমিল্লা নগরী থেকে আটক করে পুলিশ।
পুলিশ সুপার আরো জানান, জিজ্ঞাসাবাদে আটককৃতরা ঘটনার সাথে পরিকল্পিতভাবে জড়িত থাকার অভিযোগ স্বীকার করেছে। ঘটনার মূল হোতা গোলাম সারোয়ার সহ অন্যান্যদেরকে আটকের চেষ্টা চালানো হচ্ছে।
উল্লেখ্য, শুক্রবার (২৪ নভেম্বর) কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন পত্র নিয়ে ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হয় গোলাম সারোয়ার নামে এক ব্যক্তি। তাকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এই ঘটনায় গোলাম সারোয়ার লিখিত একটি অভিযোগও দায়ের করে। গোলাম সারোয়ার মনোহরগঞ্জ উপজেলার ভাউপুর গ্রামের মৃত শামসুল হকের ছেলে। তিনি সরশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিঃ পুলিশ সুপার নাজমুল হাসান, জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ রাজেশ বড়ুয়া সহ প্রমুখ।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :