হাবিবুর রহমান মুন্না।।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে কোন কারচুপি হবে না, সব কেন্দ্রে সিসি ক্যামেরা চালু থাকবে। নির্বাচন কোনো যুদ্ধ নয়, যারা ভাবছেন পেশিশক্তি দিয়ে নির্বাচনে জয়লাভ করবেন, তারা ভুল করছেন।আপনারা পেশি শক্তি দিয়ে নির্বাচনে প্রভাব ফেলবেন না, এ ধরনের অভিযোগ পেলে প্রার্থীতা বাতিল করা হবে।
আপনারা আমাদের উপর আস্থা রাখবেন,কুমিল্লা সিটি নির্বাচন মডেল হিসাবে দৃষ্টান্ত স্থাপন করবো। ইভিএমে পেশি শক্তি দেখানোর সুযোগ নেই,তাই পেশি শক্তি দেখাবেন না।
বরিবার(২৯মে) সকালে নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কুমিল্লা সিটি করপোরেশন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময়ের সভায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এসব কথা বলেন।
তিনি আরো বলেন,নির্বাচনে কোনো ধরনের সহিংসতা হলে নির্বাচন কমিশনার কঠোর হতে তা দমন করা হবে।প্রার্থীদের আচরণবিধি মানতে হবে।শুধু নির্বাচন কমিশনার দিকে তাকিয়ে থাকলে হবে না প্রশাসনের নিজেরাও দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনে কোনো প্রকার জাল ভোট,সংহিতা রুখতে আমরা চেষ্টা করবো।
এসময় নির্বাচন রির্টানিং অফিসার মো.শাহেদুন্নাবী চৌধুরী বলেন,আচরণবিধি ব্যাপারে প্রার্থীদের খুবই সর্তক থাকতে হবে। যারা আচরণবিধি ভাঙ্গবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।নির্বাচনের পরবর্তী ৭২ ঘন্টায় কোনো মিছিল শোভাযাত্রা করা যাবে না। সকল প্রার্থীরা এই বিষয়ে সতর্ক থাকার আহ্বান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো আলমগীর হোসেন,নির্বাচন কমিশনারের যুগ্মসচিব ফারহাদ আহাম্মদ খান,
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কু জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। কুসিক সিটি নির্বাচনের রির্টানিং অফিসার মো.শাহেদুন্নাবী চৌধুরী, কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ। কুমিল্লায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো দুলাল তালুকদার।
পরে মেয়র ও কাউন্সিলার প্রার্থীরা প্রধান কমিশনারের কাছে বিভিন্ন অভিযোগ ও দাবি দাওয়া জানান।
কুসিকের নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত উপস্থিত না থাকলে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের প্রতিনিধি কুমিল্লা মহানগর আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক আতিকুল্লাহ উল্লাহ খোকন, স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু ও নিজাম উদ্দিন কায়সার ইসলামি আন্দোলনের মেয়র মনোনীত প্রার্থী মাও.রাশেদুল ইসলাম,স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান বাবুল।
উল্লেখ্য, আগামী ১৫ জুন কুসিক নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ সিটিতে ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। শুক্রবার (২৭ মে) আপিল নিষ্পত্তি শেষ ২৭ মে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
নির্বাচনে মেয়র পদে ৫ জন,কাউন্সিল পদে লড়বেন ১০৬ জন, সংরক্ষিত পদে লড়ছেন ৩৮ জন। এছাড়া বিকেল ৩ থেকে প্রার্থীদের প্রচারণা শুরু করেছেন।
কুমিল্লা জার্নাল.কম/মুন্না
আপনার মতামত লিখুন :