রুবেল মজুমদার।
নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। কোন প্রকার নাশকতা করে নির্বাচন পেছানো যাবেনা। বাংলাদেশ বিশ্বের অনেক দেশের তুলনা দ্রবামূল্যের দাম কম রয়েছে,তারা (বিএনপি) সংবিধান মেনে নির্বাচনে আসতে হবে।
রবিবার (৫ নভেম্বর ) সকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়িতে নিজস্ব ক্যাম্পাসে প্রথম সমাবর্তন রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে এলজিআরডি মন্ত্রী মো.তাজুল ইসলাম এমপি সভাপতি বক্তব্য এসব কথা বলেন।
এসময় সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের ৫৪৬জন শিক্ষার্থীকে গ্যাজুয়েট সম্মাননা প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানে ইউনিভার্সিটির চার অনুষদ থেকে সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত ২০ জন শিক্ষার্থীকে স্বর্ণপদক দেওয়া হয়।
এসময় স্বাগত বক্তব্য রাখেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো.আল্লাউদ্দিন।
‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন
রিপাবলিক অব মালদ্বীপের শিক্ষা প্রতিমন্ত্রী ড.আবদুল্লাহ রাশিদ আহমেদ।
সর্মাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের কুমিল্লা-৬ আসনের মাননীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন,ভারতের ত্রিপুরা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল শ্রী সিদ্ধার্থ শংকর দে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মইন,
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
জাহিদ/জার্নাল
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :