• ঢাকা
  • শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২১
সর্বশেষ আপডেট : ১২ ডিসেম্বর, ২০২১
Designed by Nagorikit.com

নোয়াখালীতে কারাগারে হাজতির মৃত্যু

কুমিল্লা জার্নাল

নোয়াখালী প্রতিনিধি।।।
বুধবার সকাল সাড়ে ৬টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়েন ওই হাজতি। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পৌনে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাগর সোনাইমুড়ী উপজেলার বগাদিয়া গ্রামের শফি উল্যার ছেলে। তিনি নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা এক মামলার আসামি হিসেবে জেলা কারাগারে ছিলেন।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৬টার দিকে নোয়াখালী জেলা কারাগারে হাজতিদের তালামুক্ত করে দেওয়ার পর হাজতি সাগর ঘুম থেকে উঠে কারা অভ্যন্তরে হাঁটার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান এবং বুক ব্যথা অনুভব করেন। এ সময় প্রথমে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

তিনি আরও বলেন, এর পর দ্রুত কারারক্ষীদের মাধ্যমে তাকে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর সকাল পৌনে ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে সাগরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন